রাজধানীর উত্তর বাড্ডায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বাঞ্চলের ১৭ নম্বর রোডের ওই বাড়ি থেকে পড়ে তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে মারা যান অপরজনও। তার নাম কুদ্দুস (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি এবং বিষয়টা দেখছি।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ