ঢাকার পর চট্টগ্রামেও ট্রাফিক আইন না মেনে উল্টো পথে যানবাহন চালানোর বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার উল্টোপথে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং ট্রাফিক আইন অমান্য করার ১৫ যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম জেলা প্রশাসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী বলেন, উল্টোপথে গাড়ি চালানো বন্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। জরিমানা ও কারাদণ্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে চাই। তাহলে অপরাধ প্রবণতা কমে যাবে। এতে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে, অনাকাঙ্খিত যানজট ও দুর্ঘটনা ঘটবে না। নগরজীবনে স্বস্তি থাকবে।
তিনি আরও বলেন, সিএনজিচালিত অটোরিকশা, মোটর সাইকেল, বাস, মিনিবাস, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনে অভিযান অব্যাহত থাকবে। ফিটনেস না থাকা, ইনস্যুরেন্স না থাকা, উল্টোপথে গাড়ি চালানো, ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুসারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৯ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর