ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ঐতিহাসিক লালদীঘি ময়দানে আয়োজিত মহাসমাবেশে বক্তারা বলেছেন, সীমান্তবর্তী, প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকানে ঘটছে সাম্প্রতিককালের ভয়াবহ গণহত্য ও মানবতাবিরোধী অপরাধ। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর বর্বরতার বিরুদ্ধে বিশ্ব নেতৃবৃন্দকে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক স¤প্রদায়কেও মানবতার পক্ষে জোরালো ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা ফয়জুল্লাহ।
ইসলামী ঐক্যজোট চট্টগ্রাম মহানগরীরর সভাপতি মাওলান মাঈনুদ্দীন রুহীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আ ন ম আহমদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা জোবাইর আহমদ, আল্লামা ইসহাক নূর, সৌদী আরব মক্কা উম্মুল কোরা বিশ^বিদ্যালয়ের প্রফেসর ও রাবেতা আল ইসরামিয়ার দক্ষিণ এশিয়ার দায়ী শেখ আবু ওমর আবদুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মুফতি তৈয়ব হৈাসাইন, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, মাওলানা আলতাফ হোসাইন, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা ফোরকান আহমেদ, মহানগর সেক্রেটারি মাওলানা হাজি মোজাম্মেল হক প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মানুষ তথা সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে অবিলম্বে মায়ানমার সরকারের গণহত্যা ও অত্যাচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে রোহিঙ্গাদের সে দেশে ফেরৎ পাঠাতে আন্তর্জাতিকভাবে মায়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করুন।’
মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আরকানের স্বাধীনতা ছাড়া রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ হবে না। মিয়ানমারে মুসলমানদের উপর সরকারি বাহিনী ও মগদস্যুদের চলমান নৃশংস হামলা ও গণহত্যা পৃথিবীর সকল বর্বরতাকে হার মানিয়েছে। অন্যদিকে মিয়ানমার সরকার বার বার বাংলাদেশের আকাশ সীমালঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।’
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন