মিয়ানমারে সেনাবাহিনীর নৃশংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশার কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে জিয়া সাংস্কৃতিক সংস্থা (জিসাস) আয়োজিত এক আলোচনা সভায় কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন ফখরুল।
তিনি বলেন, “কী মানবেতর জীবন তারা যাপন করছে, তা কল্পনার বাইরে। মাথার উপর ছাদ নেই। ছোট ৫-১০ দিনের শিশুকে বুকের মধ্যে নিয়ে একটা ছোট প্লাস্টিকে ঢেকে রেখেছে, তাকে বাঁচানোর চেষ্টা করছে। এই নৃশংতা…”
বক্তব্যের মধ্যে এ সময় কেঁদে ফেলেন মির্জা ফখরুল।
“একটি জাতিকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার জন্য মিয়ানমার সরকার কাজ করছে, আমরা (বাংলাদেশ) চুপ করে বসে আছি, এমনকি একটা শক্ত কথাও বলি না। খেয়াল করে দেখবেন এখন পর্যন্ত গণহত্যার জন্য মিয়ানমার সরকারকে বাংলাদেশ সরকার দায়ী করেনি, এখন পর্যন্ত এই সরকার মিয়ানমার সরকারের নিন্দা জানায়নি।”
সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়া, চীন ও ভারত সফরে যাওয়ার অনুরোধ জানান ফখরুল।
সংগঠনের সভাপতি আবুল হাসেম রানার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদারসহ কয়েকজন শিল্পী বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন