রাজধানীতে ট্রেনের ধাক্কায় আবু রায়হান (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়হান ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আনিসুজ্জামানের ছেলে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের ছোট ভাই ইব্রাহীম জানান, তারা শুনেছেন খিলক্ষেত এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হন রায়হান। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন