সাভারের আশুলিয়ায় একটি বাস চাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল আটটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিবদ্র বাজার এলাকার শমসের প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে ওই নারী রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় সাভার পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩০ সেপ্টেম্বর ২০১৭/হিমেল