চাকরির প্রতিশ্রুতি দিয়ে ঢাকায় এনে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে মিরপুরের একটি হোটেলে এ ঘটনা ঘটে।
পরে মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন শাহআলী মাজারের নিরাপত্তা কর্মী জীবন। তিনি জানান জানান, রাত ৯টার দিকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে যান। এসময় মেয়েটি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।
মেয়েটির বরাত দিয়ে তিনি আরও জানান, শাকিল নামে এক ব্যক্তি চাকরির প্রলোভন দেখিয়ে টাঙ্গাইল থেকে ঢাকায় নিয়ে আসে। মিরপুরের একটি হোটেলে আনার পর তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শাকিল ও তার কয়েকজন সহযোগী ধর্ষণ করে। পরে রাত পৌনে ৯টার দিকে তাকে শাহআলী মাজারের সামনে ফেলে চলে যায় তারা। পরে তাকে উদ্ধার করে জীবন প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক জানান, মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/৩০ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব