নগরীতে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পূজা দিতে আসা কৃষ্ণা দাশ নামে এক নারী এবং শাওন নামে এক তরুণ আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। শুক্রবার গভীর রাতে নগরীর নন্দনকানন এলাকার ১নং গলিতে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, নন্দনকানন এলাকায় নিলয়ের নামে যুবলীগের এক নেতা পোস্টার লাগায়। সে পোস্টার আরেক যুবলীগ নেতা অমিতের অনুসারীরা ছিঁড়ে ফেলার পর গত পরশু এলাকায় ঝামেলা হয়েছিল। পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খুনের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া যুবলীগের অমিত মুহুরী এলাকায় আধিপত্য বিস্তার করা শুরু করেছে ছাত্রলীগের শাহরিয়ার নিলয় ও শশী। অমিতের অনুসারীরা তা ঠেকাতে চাইছে। ওই কোন্দল থেকে এক পক্ষ রাতে গুলিবর্ষণ করেছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার