সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির মালিকের বিরুদ্ধে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি এ ঘটনার পর পরই স্থানীয়রা বিষয়টি ধামচাপা দেওয়ার জন্য ধর্ষকের কাছ থেকে তিন লাখ নিয়ে ওই পরিবারকে হুমকি দিয়ে আসছে।
ঘটনাটি ঘটে সাভারের জিনজীরা এলাকার রবিউলের বড়িতে। এ ঘটনার পর থেকেই বাড়ির মালিক রবিউল পলাতক রয়েছে।
ধর্ষীতার পরিবার জানায়, ধর্ষণের শিকার সেই পোশাক শ্রমিক রবিউলের ভাড়া বাড়িতে প্রায় এক বছর যাবৎ তার বড় বোনের সাথে থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করেন। এরই সুবাধে বাড়ির মালিকের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে বাড়ির মালিক বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে সম্পর্ক গড়ে তুলে। গত বুধবার রাতে রবিউল তার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষন করে।
এসময় এলাকার স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তারা রবিউলকে আটক করে। এরপর স্থানীয় বাচ্চু, ফারুক, হারুন ও মনুসহ কয়েকজন মিলে বিষয়টি ধামচাপা দেওয়ার জন্য রবিউলের কাছ থেকে তিন লাখ টাকা আদায় করে। এদিকে এরপর থেকেই স্থানীয়রা ধর্ষিতার পোশাক শ্রমিকের পরিবারকে এ বিষয়ে কাউকে জানালে তাদেরকে প্রাননাশের হুমকি দিয়ে আসছে।
ধর্ষিতার বড় বোন অভিযোগ করে বলেন, রবিউল বিপিএটিসির এক কর্মকর্তার গাড়ী চালক। এ কারনে তিনি প্রভাব দেখিয়ে এ বিষয়ে কোন অভিযোগ করলে তাদেরকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছে।
তবে এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর