রাজধানীর মালিবাগে গাড়ি ভাঙচুরের চেষ্টা কালে আজ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীরা আটক করে পুলিশ। দলের শীর্ষ ১০ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আজ রাস্তায় নেমে আসে।
রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, শুক্রবার রাতে কদমতলী এলাকায় গোপন বৈঠকের সময় জামায়াতের মহানগর আমির ও সেক্রেটারিসহ ১০ নেতাকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে আজ দুপুরে মালিবাগ এলাকায় রাস্তায় নেমে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে তাদের নেতাকর্মীরা। পুলিশ আগে থেকে সতর্ক থাকায় তা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে আটক ১২ জনের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার