নগরীতে বিষপান করে আত্মহত্যা করেছেন রোজিনা আকতার নামে এক কিশোরী। আজ বিকেলে নগরীর বায়েজীদ থানাধীন বালুছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা ওই এলাকার ইউসুফ আলির মেয়ে।
পরিবারের বরাত দিয়ে চমেক হাসপাতালে পুলিশ কন্ট্রোল রুম জানায়, পারিবারিক বিষয় নিয়ে রোজিনাকে বকা দেয় বাবা। এতে রাগ করে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার