রাজধানীর মুগদায় মান্ডা ব্রিজ সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত ১০টার দিকে মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশপাশের লোকজন জানিয়েছে মৃত ব্যক্তি ভবঘুরে ছিল। ধারণা করা হচ্ছে হয়তো বা কোন কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তর প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
বিডিপ্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৭/ ইমরান জাহান