চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার মেরিনার্স রোডে রবিবার ভোরে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদের মধ্যে এক রোহিঙ্গা ২০ দিন আগে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার উনসিপ্রাং অস্থায়ী শরণার্থী ক্যাম্পের সলিমউল্লাহ (৪২) এবং লেদা রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের ৪০ নম্বর কক্ষের বাসিন্দা মো.শাহ প্রকাশ খোকন (৩০)।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) মো.শামীম আহমেদ বলেন, আটক দু'জন মূলত ইয়াবা বহনকারী। এদের মধ্যে সলিমউল্লাহ ২০ দিন আগে বাংলাদেশে এসেছে। খোকন আগে থেকেই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। ইয়াবা ব্যবসায়ী গ্রুপ তাদের বাহক হিসেবে ব্যবহার করছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (মেট্রো) তপন কান্তি শর্মা বাদি হয়ে দু'জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ