পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর নতুন বাজার মরকখোলার পোল থেকে একটি বর্ণাঢ্য তাজিয়া মিছিল বের হয়। পুলিশের কঠোর বেষ্টনীতে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের মরকখোলা পোল গিয়ে শেষ হয়। মিছিল থেকে ‘হায় হোসেন জিন্দাবাদ, হায় হাসান জিন্দাবাজ’ শ্লোগান দেওয়া হয়।
বেলা আড়াইটায় নগরীর পদ্মাবতী থেকে পৃথক আরেকটি তাজিয়া মিছিল এবং মাতম হওয়ার কথা রয়েছে। এছাড়া পবিত্র আশুরা উপলক্ষে দুঃস্থদের মাঝে খিচুরী বিতরণের আয়োজন করেছে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা।
আশুরা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ