চট্টগ্রাম নগরীর মনসুরাবাদের কৈবল্যধাম মন্দির এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম জানা না গেলেও বয়স আনুমানিক ৩৫ বছর হবে। কোন ট্রেনে কাটা পড়েছে সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারেননি স্থানীয়রা।
সোমবার বেলা সাড়ে ১১টা দিকে এ ঘটনা ঘটে বলে জানান রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। তবে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন