রাজধানীর যাত্রাবাড়ীতে আজ বিকেল ৫টার দিকে খেলার ছলে গলায় ফাঁস লেগে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। যাত্রাবাড়ী বিবির বাগিচা ঝিলপাড় এলাকায় একটি বাড়িতে শিশুটির বাবা আবদুর সাত্তারসহ পরিবারে সঙ্গে থাকতো শিশু রমজান। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়।
যাত্রবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তোফায়েল আহমেদ জানান, খেলার ছলে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে শিশু রমজানে মৃত্যু হয়েছে বলে তার পরিবারের দাবি। নিহত শিশু রমজানের লাশ ময়না তদন্তের জন্য মিটফোট হামপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার