আজ মঙ্গলবার থেকে এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। ফলে এক মাসের অবকাশ শেষে আজ সুপ্রিম কোর্ট খোলার দিন থেকেই এক মাসের ছুটিতে থাকবেন এস কে সিনহা।
এ বিষয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসবে বিএনপি।
বৈঠকে বিএনপির সিনিয়র আইনজীবীরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধান বিচারপতি হিসেবে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চাকরির মেয়াদ আছে এস কে সিনহার।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৭/ফারজানা