রাজধানীর বনানী এলাকায় পৃথক দু'টি ট্রেনের ধাক্কায় মুমিনুল ইসলাম (৬৫) ও ফেরদৌস (৩৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা দু'টি ঘটে।
মুমিনুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ। তিনি বলেন, বনানী সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মুমিনুলের মৃত্যু হয়।ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে মৃত ফেরদৌসের পারিবার জানায়, পরিবারের সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বেরিয়ে যাওয়ার বনানী রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে পথচারীরা উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৭/মাহবুব