সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত সদস্য গ্রেফতার হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার মণিপুর চা বাগানের বাঁশবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলৈ মিন্টু মিয়া (২৫) ও একই গ্রামের রজব আলীর ছেলে রুবেল মিয়া (২৫)। তাদের কাছ থেকে গ্রিল কাটার মেশিন, পাইপ গান তৈরির সরঞ্জামাদি, ধারালো অস্ত্র ও মোবাইল ফোনসহ ডাকাতির নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের সহযোগিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
বিডি-প্রতিদিন/০৩ অক্টোবর, ২০১৭/মাহবুব