রাজধানীর কদমতলী থানার নামা শ্যামপুর এলাকায় পুলিশের গুলিতে নোমান (২৭) ও শাহজালাল (২০) নামের ২ মাদক ব্যবসায়ী আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান কদমতলী থানার (ওসি তদন্ত) মো. সাজু মিয়া।
তিনি বলেন, পুলিশ নামা শ্যামপুর ২০ ফুট রাস্তার মাথায় মাদক উদ্ধারের অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ পাল্টা প্রতিরোধ করলে ২ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।
এসময় ঘটনাস্থল থেকে হিরোইন, দুটি চাকু, দুটি চাপাতি ও ৭টি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ৩টি ককটের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আহত দুই মাদক ব্যাবসায়ীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আহত দুই মাদক ব্যবসায়ী পুলিশ প্রহরায় চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/০৪ অক্টোবর, ২০১৭/মাহবুব