মুক্তিযোদ্ধা এবং জাতীয় পার্টির উপদেষ্টা আ. ন. ম শাহজাহানকে কারাদণ্ড দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (৪) মাশফাকুর রহমান (ভ্রাম্যমাণ আদালত হিসেবে)। সাবেক এমপি পদপ্রার্থী আ.ন.ম শাহজাহান ক্ষতিগ্রস্ত ভূমির মালিক হিসেবে ক্ষতিপূরণের অর্থ প্রাপ্তির বিষয়ে জানতে সেখানে গিয়েছিলেন। কিন্তু উল্টো সরকারি কর্মকর্তার আদেশ অমান্যের অভিযোগে কারাদণ্ড পেতে হয়েছে তাকে।
এদিকে, পরিবারের অভিযোগ অন্যায়ভাবে এই দণ্ড দেওয়া হয়েছে শাহজাহানের বিরুদ্ধে। তাদের দাবি, ক্ষতিপূরণের অর্থ চাইতে গেলে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
অন্যদিকে, উপস্থিত প্রত্যক্ষদর্শী এবং নাম প্রকাশে অনচ্ছিুক একাধিক আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিচারপ্রার্থী আদালতে বিচার চাওয়ার অধিকার রাখে। অথচ যাচাই-বাছাই না করে এই ধরনের দণ্ড দেওয়া দৃষ্টিকটু। এর আগেও ভ্রাম্যমাণ আদালতের দেওয়া অনেক দণ্ড নিয়ে বিতর্ক রয়েছে।
বিষয়টি নিয়ে ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ বিরাজ করছে।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৭/আরাফাত