রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধে খুব শিগগিরই মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে গত এপ্রিলে রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। সিটিং সার্ভিস বন্ধে পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালতও।
ওই সময় রাজধানীতে হঠাৎ করেই গণপরিবহন সংকট দেখা দেয়। প্রায় ৪০ শতাংশ বাস-মিনিবাস রাস্তায় নামেনি। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। আর এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে পিছু হঠে সরকার।
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান