চট্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন আবদুল আজিজ (৪৫) নামে এক ব্যক্তি।
বুধবার সকালে নগরীর বায়েজীদ থানাধীন চৌধুরীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজ একই এলাকার আলী আজগরের ছেলে।
চমেক হাসপাতাল সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বিষপান করেন আজিজ। পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে নিয়ে আসলে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন