চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব দেওয়ান নগর এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার স্ত্রী রাহা (৩৩) প্রসব বেদনা নিয়ে নগরের মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। গত ১০ আগস্ট স্বাভাবিক (নরমাল) প্রসবও হয় ওইদিন। জন্মগ্রহণ করে ফুটফুটে একটি কন্যা সন্তান। বাচ্চার ওজন অস্বাভাবিক কম হওয়ায় তাকে দেওয়া হয় ব্যয়বহুল বিশেষ চিকিৎসা।
গত ১৩ আগস্ট হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজের জন্য বলে। বাচ্চার মা-বাবাও প্রস্তুত। কিন্তু তাদের হাতে টাকা না থাকায় দু’জনই জিইসির মোড়ে একটি ব্যাংকে যান। কিন্তু তারা আর ফিরেন নি, উধাও। প্রায় আড়াই মাস হলেও মা-বাবার কোনো খবর এখনো নেই। ফলে এখনো নামহীন অবস্থায় আড়াই মাস বয়সী এ শিশু এখনো হাসপাতালেই আছে। কর্তৃপক্ষই এখন তার আপনজন হয়ে আছে।
এ ব্যাপারে নগরের চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন হাসপাতালের সহকারী ম্যানেজার মোহাম্মদ ফারুক। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ বলেন, ‘দীর্ঘ আড়াই মাস ধরে এ বাচ্চাকে লালন পালন করা হচ্ছে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।’
কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল ভর্তিকালীন ঠিকানা মতে, গিয়ে দেখা যায় ওই বাচ্চার দাদী ও সৎ মা রয়েছেন বাড়িতে। কিন্তু বাচ্চার বাবা জাহাঙ্গীর নগরীতে থাকেন বাচ্চার মাকে নিয়ে। এরপর জাহাঙ্গীরের দেয়া মোবাইল নম্বরও বন্ধ।
বিডি প্রতিদিন/এ মজুমদার