রাজধানীর শাহবাগ এলাকায় অনুমোদনহীন ও নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং মজুদের দায়ে কয়েকটি ওষুধের দোকানকে ৪১ লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) ভ্রাম্যমাণ আদালত। আজ রাত ৮ টা পর্যন্ত শাহবাগের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান চলে।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভুঁইয়া বিষয়টি জানিয়ে বলেন, এসব দোকানগুলো অনুমোদনহীন, নকল ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করে আসছিল। এর পাশাপাশি বেশ কিছু দোকানে এগুলো মজুদ করাও ছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার