ফেনসিডিল ও কাভার্ডভ্যানসহ চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ৩ পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-০৭) ফেনী ক্যাম্পের সদস্যরা। আজ ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। এরা হলো মো. জহির উদ্দীন (২২), মো. সেলিম (২৯) ও মো. আলম (৩৫)।
র্যাব -৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে মাদক বোঝাই একটি কাভার্ডভ্যানসহ তিন পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীরা র্যাবের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থানায় হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার