রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে প্রায় ১০ কেজি স্বর্ণসহ তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান।
আটককৃতরা হলেন ফারুক আহমেদ (৩৮), মীর হোসেন (২৮), মো. শাহিন(২১)। তারা বুধবার দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন।
এ বিষয়ে দুপুর মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন মাসুদুর রহমান।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/মাহবুব