রাজধানীর শেরে-ই-বাংলা নগরে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতাল গেট সংলগ্ন এলাকার এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিওর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। হাসপাতাল সংলগ্ন ফুটপাতের ওপর অবৈধভাবে কংক্রিটের দু’টি দোকান ছিলো। সেগুলো তারা নিজেরাই ভাঙার কাজ করছে। তবে সিটি করপোরেশনের শ্রমিকরাও সহযোগিতা করছে।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/মাহবুব