অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের নিখোঁজ সিনিয়র রিপোর্টার উৎপল দাসকে সুস্থ অবস্থায় ফেরতের দাবি জানিয়েছেন তার পরিবার ও সহকর্মীরা।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলেন এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিক উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, ১০ অক্টোবর নিখোঁজ হওয়ার দিন তার মায়ের সঙ্গে শেষ কথা হয় উৎপলের। ব্যস্ততা দেখিয়ে বেশিক্ষণ কথা বলেনি। এরপর থেকে তার ফোন বন্ধ। ১৯ অক্টোবর তার নম্বর থেকে কল আসে। তাদের কাছে উৎপল আছে দাবি করে এক লাখ টাকা মুক্তিপণ চায়। এরপর ২৪ অক্টোবর আবার ওই নম্বর থেকে ফোন আসে আবারও টাকা দাবি করা হয়। এরপর আর কোনো ফোন আসেনি।
কান্নাজড়িত কণ্ঠে উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, আমরা একটি সাধারণ পরিবার। শিক্ষকতা পেশায় থেকে ছেলে-মেয়েদের কষ্ট করে পড়াশোনা করিয়েছি। উৎপল বা পরিবারের কোনো শত্রু নেই। সবার কাছে একটাই চাওয়া, আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত দিন।
এ সময় সংবাদ সম্মেলনে ভারাক্রান্ত পরিবেশ তৈরি হয়। কান্নায় ভেঙে পড়েন তার বোনসহ পরিবারের অন্য সদস্য ও সহকর্মীরা।
বড় বোন বিনীতা রানি দাস বলেন, আমার মা খাওয়া-দাওয়া ছেড়ে অসুস্থ হয়ে পড়েছেন। আমার ভাইকে ফেরত চাই, আর কিছু চাই না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান।
পূর্বপশ্চিমবিডি.নিউজের সাংবাদিকরা বলেন, ১৬ দিনেও প্রাণচঞ্চল রিপোর্টার উৎপল দাস আমাদের মাঝে ফিরে আসেনি। যা শুধু উদ্বেগ নয়, তার পরিবারের জন্য ভয়ের বিষয়। আমাদের একটাই দাবি, উৎপলকে সুস্থ অবস্থায় ফেরত চাই। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আপনি উদ্যোগ নিন। উৎপল ফিরে আসুক মায়ের কোলে, ফিরে আসুক আমাদের মাঝে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।
উল্লেখ্য, উৎপল দাস গত ১০ অক্টোবর নিখোঁজ হন। ১৬ দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৭/ ই জাহান