রাজধানীর পল্টনে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় লেলিন শেখ (৩৫) নামে এক মাইক্রোবাস চালক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল হক জানান, ভোরে পল্টন মোড়ে একটি ট্রাক অপর একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
এ ঘটনায় মাইক্রোবাসের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছো।
ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান এসআই শামছুল হক।
বিডি প্রতিদিন/২৭ অক্টোবর ২০১৭/এনায়েত করিম