বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম আগমনকে কেন্দ্র করে ছাত্রদলের মিছিলে থাকা নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাধায় ধস্তাধস্তির সৃষ্টি হয়েছে।
শুক্রবার বেলা ৫টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন নাসিমন ভবনের সামনে ও কাজীর দেউড়ি মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু।
তিনি বাংলাদেশ প্রতিদিনিকে বলেন, দলের প্রধান বেগম খালেদা জিয়ার চট্টগ্রাম সফর উপলক্ষে আমরা মিছিল সহকারে প্রস্তুতি সভায় অংশ নিতে যাচ্ছিলাম। এর মধ্যে পুলিশ আমাদেরকে বাধা দেয়। ওই মিছিল থেকে ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশ লাঠিচার্জও করে।
এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানার এসআই গোলাম ফারুক ভূঁইয়া বলেন, বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিলে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। তারা নাসিমন ভবনে প্রস্তুতি সভা করেছেন বলে জানান তিনি।
জানা যায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চট্টগ্রাম ও কক্সবাজার সফর করবেন আগামীকাল শনিবার। এসময় রোহিঙ্গাসহ দেশের নানাবিধ বিষয়ে জেলার নেতা-কর্মীদের সাথেও মতবিনিয়ম করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর