রোহিঙ্গা শিবির পরিদর্শনে খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা নিশ্চত করেছেন আইজিপি মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সফরে সরকারে কাছে সব ধরনের সহযোগিতা চেয়েছি। রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন উপলক্ষে চেয়ারপারসন খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন আইজিপি। এই সফর ঘিরে কোনো বিশৃঙ্খলা হবে না বলে আশা করছি। আজ গুলশানের বাসভবন থেকে চট্টগ্রামের উদ্দেশে সড়ক পথে খালেদা জিয়ার রওনা হওয়ার প্রাক্কালে মির্জা ফখরুল এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, সফরের মাধ্যমে আবারো রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দাবি জানাবেন বিএনপি চেয়ারপারসন। বিএনপির পক্ষ থেকে ১০ হাজার রোহিঙ্গা পরিবারকে ত্রাণ সহায়তাও দেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসন আজ রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে যাত্রা শুরু করে বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছবেন খালেদা জিয়া। এরপর সেখানে তিনি রাত্রিযাপন করবেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দিবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার