বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালতে গিয়ে মায়া কান্না করছেন মন্তব্য করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আদালত অন্ধ ও বধির। আদালতে অহেতুক মায়া কান্না করে কোনো লাভ হবে না। তিনি ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘসূত্রতা করে এখন আদালতে গিয়ে মায়া কান্না করে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।
শনিবার কেরানীগঞ্জ মডেল থানার আটি পাঁচদোনা মাঠে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে আয়োজিত মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। তাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক মামলা থাকে সেগুলো প্রত্যাহার হলে কোনো সমস্যা নেই। কিন্তু তারা যে আগুন সন্ত্রাস করেছে সেসব মামলা প্রত্যাহার করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেয়ার কোনো সুযোগ নেই। এতে নির্বাচনে শান্তি নষ্ট হবে।
ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরিফ রায়হান চৌধুরী, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমীন ও কমিউনিটি পুলিশ কেরানীগঞ্জ মডেল থানা সেলের সভাপতি মো. আমিন উল্লাহ।
বিডি-প্রতিদিন/২৮ অক্টোবর, ২০১৭/মাহবুব