কমিউনিটি পুলিশ সদস্যদের গোয়েন্দা’র ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী। আজ নগরীর দামপাড়া পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
জাবেদ পাটোয়ারি বলেন, আমি যেমন পোশাকবিহীন, আপনারাও পোশাকবিহীন পুলিশ। কমিউনিটি পুলিশ সদস্যদের কাজ একজন অপরাধী কিংবা একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে পুলিশকে তথ্য দেয়া। প্রত্যেককে একেকজন পরিপূর্ণ গোয়েন্দা সদস্যের মতো ভূমিকা নিয়ে সমাজের অপরাধ নির্মূলে পুলিশকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর ইউনিটের আহ্বায়ক এম এ মালেক, সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার ও অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মো. তানভীর, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ।
উপস্থিত কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের উদ্দেশে জাবেদ পাটোয়ারি বলেন, কমিউনিটি পুলিশ সদস্যরা পুলিশের বড় শক্তি। চট্টগ্রাম নগরীতে ২ হাজার পুলিশের বিপরিতে কমিউনিটি পুলিশ সদস্য আছে ২০ হাজার। সুতরাং আপনাদের শক্তিকে কাজে লাগিয়ে সমাজের সব অপরাধ নির্মূল করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার