কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার কারণে রাজধানীর স্বনামধন্য আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, রাজধানীর ৯৭ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চিঠিতে দুদক চেয়ারম্যান স্বাক্ষর করেছেন। এরপর সোমবার চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। যেসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে কারণ তারা কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জড়িত, এদের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ জন, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন শিক্ষক, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৪ জন, রাজউক স্কুল অ্যান্ড কলেজের ৫ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৪ জন, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ১ জন এবং ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ৮ জন শিক্ষক রয়েছেন।
এর আগে সরকারের কোচিং বাণিজ্য বন্ধে ২০১২ সালে প্রণীত নীতিমালার আলোকে চলতি বছরের এপ্রিলে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘ ৪ মাসের অনুসন্ধান শেষে আগস্টে এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে দুদকের অনুসন্ধান কমিটি। অবশেষে কমিশনের পক্ষ থেকে কোচিং বাণিজ্যে জড়িত এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিল দুদক।
বিডিপ্রতিদিন/ ০৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান