রংপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিং করে সিইসি এ কথা বলেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে সভা করেছেন সিইসি। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার সকল প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি ২১ ডিসেম্বর রংপুরবাসীকে সকলের কাছে গ্রহণযোগ্য ও স্বচ্ছ একটি নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচনকে ঘিরে রংপুরে এখন উৎসবমুখর পরিবশে সৃষ্টি হয়েছে। ফলে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই।
তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন রোধে এখন ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমাণ আদালত মাঠে দায়িত্ব পালন করছে। শুক্রবার থেকে ৩৩টি ওয়ার্ডের প্রতিটিতে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৩টি ভ্রাম্যমান আদালত মাঠে থাকবে। নির্বাচনের দিন চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন থাকবে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে।
এক প্রশ্নে জবাবে সিইসি নুরুল হুদা বলেন, আমরা একটি ভোটকেন্দ্রে ডিজিটাল ভোটিং মেশিন (ডিভিএম) চালুর চেষ্টা করছি। তবে ভোটারদের সম্মতি গ্রহণ করে তা চালু করা হবে। এছাড়া একাধিক ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
এসময় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হেলালুদ্দিন আহমদ, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, রিটার্নিং ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আনসার ভিডিপি, বিজিবিও র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেলে সিইসি নুরুল হুদা রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে মেয়র, সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা