খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত ৬ পাটকলের প্রায় ৩০ হাজার শ্রমিককে বকেয়া দুই সপ্তাহের মজুরি আজ রবিবার বিকালে দেওয়া হয়েছে। তবে মিলগুলোতে শ্রমিকদের এখনও ৬ থেকে ৮ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বৃহস্পতিবার আরো এক সপ্তাহের মজুরি দেওয়া হবে।
শ্রমিকরা জানায়, বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন গঠনসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ২৮ ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু হয়। এর মধ্যে ২৪ জানুয়ারি রাতে খুলনার যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে স্থানীয় সাংসদ, প্রশাসনের কর্মকর্তা ও শ্রমিক নেতাদের ত্রি-পক্ষিয় বৈঠকে বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দেওয়া হলে ২৯ দিন পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
খুলনা-যশোর পাটকল শ্রমিক সিবিএ-ননসিবিএ পরিষদ কার্যকরী কমিটির আহ্বায়ক সোহরাব হোসেন জানান, সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের ২ সপ্তাহের মজুরি দেওয়া হয়েছে। তবে পুরো বকেয়ার টাকা না পেয়ে এখনো তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প প্রধান এ কে হাজারী বলেন, ‘এই মিলের সাড়ে ৪ হাজার শ্রমিককে দুই সপ্তাহের বকেয়া বাবদ প্রায় পৌনে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার আরো এক সপ্তাহের বকেয়া দেওয়া হবে।’
তিনি বলেন, পুরো টাকা না পেয়ে শ্রমিকদের মধ্যে কিছুটা হতাশা থাকলেও মিলের উৎপাদন স্বাভাবিক রয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব