খুলনার শহীদ হাদিস পার্কে বিএনপি’র জনসভাস্থলে নিষেধাজ্ঞা জারি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। আগামীকাল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শহীদ হাদিস পার্ক ও এর আশেপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার সকালে কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবির স্মাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেএমপি অধ্যাদেশ ১৯৮৫ এর ৩০ ধারায় এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
এ ভ্রাপারে কেএমপি’র এডিসি (মিডিয়া) সোনালী সেন বলেন, একই স্থানে দু’টি রাজনৈতিক দল একই সময়ে কর্মসূচি ঘোষনা করায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জানা যায়, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে কেন্দ্র ঘোষিত তৃতীয় পর্যায়ের কর্মসূচি হিসেবে ১০ মার্চ খুলনা শহীদ হাদিস পার্কে বিভাগীয় জনসভা আহ্বান করে বিএনপি। পরে একই স্থানে আরেকটি রাজনৈতিক দল নারী দিবসের কর্মসূচি ঘোষনা করে।
এদিকে শুক্রবার দুপুরে খুলনা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এক পক্ষ সরকারি টাকায় গাড়ি ও হেলিকপ্টার নিয়ে প্রচারনা চালায়। আরেকপক্ষ শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়। এটা গণতান্ত্রিক আচরন নয়।
তিনি আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেন, শুধুমাত্র নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন, ভোটের বাক্সে বিপ্লব ঘটে যাবে।
বিডি প্রতিদিন/৯ মার্চ, ২০১৮/ওয়াসিফ