চট্টগ্রামের পতেঙ্গার খালপাড় আহমদপাড়া বার্মা কলোনিতে বলাৎকারে বাধা দেয়ায় মো. সোহাগ (৮) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ অভিযোগে আসামি রিকশাচালক মো. ইমন হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া ইমনের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন এলাকায়। পেশায় সে একজন রিক্সা চালক।
পতেঙ্গা থানার ওসি আবুল কাসেম ভুইয়া বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চেয়ারম্যান গলি এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে সোহাগের লাশ উদ্ধার পরে পুলিশ। তারা দিনে বাসায় না থাকার ফলে তাৎক্ষণিক তথ্য দিতে পারছিলেন না। এরপর সোহাগের চার বছর বয়সী বোন লামিয়ার সাথে আমরা কথা বলি। সে জানালো দুপুরে একটি রিকশায় বসে খেলছিল দুই ভাই-বোন। তখন এক লোক সোহাগকে ডেকে নিয়ে গিয়েছিল। কিন্তু তাকে সে চিনে না বলে জানালো। কিছুক্ষণ পর আবার বললো, জড়িত ব্যক্তি মাজার গলির খালপাড় এলাকায় থাকে। তখন তাকে নিয়ে আমরা এক ঘন্টার মধ্যে রাত ৯টায় আসামিকে ধরে ফেলি। মেয়েটি না হলে এত দ্রæত আসামিকে ধরতে পারতাম না।
পতেঙ্গা থানার উপ পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর ইমন জানিয়েছে, তখন ৫০ টাকা দেবে জানিয়ে ৮ বছরের সোহাগকে বলাৎকার করতে চেয়েছিল ইমন। শিশুটি বাধা দেওয়ার চেষ্টা করে এবং সবাইকে এ ঘটনা বলে দেবে বলে জানায় তখন। এ সময় ইঁট দিয়ে তার মাথা ও কপালে উপর্যুপরি আঘাত করে ইমন। তখন মাথা থেকে মগজ বের হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে রক্ত মাখা লুঙ্গি ও গেঞ্জি ধুয়ে ঘটনাস্থলের কিছুটা দূরে নিজের বাসায় অবস্থান করে ইমন।
পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সোহাগের বোন লামিয়া শুক্রবার আদালতে জবানবন্দি দিয়েছে। ভাইকে ডেকে নিয়ে যেতে দেখার কথা সে বিচারককে তার মতো করে বলেছে। এ ছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে ইমনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল