বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সরকার মিথ্যা মামলায় সাজানো রায় দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। কিন্তু জেলের খালেদা জিয়া বেশি জনপ্রিয়। আমরা বিভাগীয় সমাবেশের মাধ্যমে তা প্রমাণ করবো।’ ৩১ মার্চ খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।
দুলু বলেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া আমরা রাজপথ ছেড়ে যাবো না। যতোদিন পর্যন্ত না তিনি মুক্তি পাচ্ছেন, বিএনপি ততোদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। সরকার খালেদা জিয়াকে, বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখতে ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারের ফাঁদে বিএনপি পা দেবে না।’
নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন