বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখনই বললেন আমরা বিদেশিদের পরামর্শ নেই না, পরক্ষণেই শুনলাম তিনি একটি প্রতিনিধি দল নিয়ে তদবির করতে ভারতে যাচ্ছেন।’ আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ক্ষমতার উৎস ‘বিদেশ’ দাবি করে এসময় রুহুল কবির রিজভী বলেন, ৭ মার্চ আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে রাজধানীতে নারী নির্যাতনের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের কথা বললেও ওবায়দুল কাদের বলছেন, সমাবেশের বাইরের কোনো ঘটনার দায় নেবে না আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বিচারের পরিবর্তে নারী লাঞ্ছনাকারীদের উৎসাহিত করছেন। এসব ঘটনার দায় তারা নেবেন না কেন?
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৮/হিমেল