প্রায় ৫ ঘণ্টা নিখোঁজ থাকার পর রাজধানীর আদাবর থানা এলাকায় নবোদয় হাউজিংয়ের একটি খালে পড়ে যাওয়া শিশু জিসানকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা পাশের সেই খালের কালভার্ট থেকে তাকে উদ্ধার করে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান উদ্ধার কাজে নেতৃত্ব দেন। তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে শিশু জিসানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আদাবর নবোদয় খালে নিখোঁজ হয় জিসান। শিশুটির বাবার নাম আবুল হাসেম। তিনি ওই খালের পাশেই একটি টিনশেড বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন।