খুলনার খালিশপুরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে ৬ দুর্বৃত্তকে শনাক্ত করেছে পুলিশ। একই সঙ্গে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ডাকাতের হামলায় গুরুতর জখম শাহাদাৎ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার বাম হাতটি কেটে ফেলা হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। শনিবার খুলনা প্রেস ক্লাবে শাহাদতের ছেলে ব্যাংক কর্মকর্তা মাহমুদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান।
গত ৬ মার্চ ভোরে নেভি চেকপোস্ট এলাকায় জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে ডাকাতদল স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এ সময় বাধা দিতে গেলে শাহাদাতকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় খালিশপুর থানায় বাদী হয়ে মামলা করেছেন তার ছেলে মাহমুদ হোসেন।
খালিশপুর থানার ওসি সরদার মোশারেফ হোসেন বলেন, ‘ডাকাতির সময় সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার হলেও যতটুকু ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তাই দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৮/মাহবুব