রাজধানীতে এপিবিএন'র অভিযানে ১৯৭ পিস ইয়াবাসহ মোঃ সাগর (২৫) নামে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত্র ১০টার দিকে উত্তরা পূর্ব থানা এপিবিএন-১ এর সহকারী পুলিশ সুপার জনাব আ. সাত্তার মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আজ এপিবিএন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক মোঃ সাগর সাতক্ষীরা জেলার মোঃ আকবর আলীর ছেলে।
মাদকদ্রব্য সরকারি হেফাজতে নেয়ার পর সাগরের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারা মতে উত্তরা পূর্ব থানায় মামলা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৮/হিমেল