বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর সংলগ্ন কালাবদর নদীতে অভিযান চালিয়ে ২শ’ মণ জাটকা বোঝাই ৩টি ইঞ্জিন চালিত ট্রলার এবং একটি পাইজাল জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার বিএস শহিদুল ইসলাম জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কালাবদর নদীতে অভিযান চলিয়ে ইঞ্জিন চালিত ৩টি ট্রলারকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। এ সময় ট্রলারে থাকা মাঝিমাল্লারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ওই ৩টি ট্রলার থেকে ২শ’ জাটকা এবং একটি পাইজাল জব্দ করে কোস্টগার্ড।
জব্দকৃত জাটকা বরিশালের কীর্তনখোলা নদী তীরের রসুলপুর চরে অবস্থিত কোস্টগার্ডের কার্যালয়ে বিভিন্ন এতিমখানা এবং দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৮/হিমেল