যৌতুকের টাকা না পেয়ে সাভারে স্বর্ণালী আক্তার নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ীর লোকজন।
শনিবার বিকালে সাভারের ডগরমোড়া এলাকার নিজ ভাড়া বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর ভাই নজরুল ইসলাম জানায়, গত কয়েকদিন ধরে ওই গৃহবধূর কাছ থেকে ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে আসছিল তার স্বামী মাদক ব্যবসায়ী আকবর আলী। এসময় ওই গৃহবধূ বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে অস্বীকার করায় বিকালে ওই গৃহবধূকে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
গত সাত বছর আগে আশুলিয়ার কবিরপুর বাইদগাঁও এলাকার সুরুজ মিয়ার মেয়ে স্বর্ণালী আক্তারের সাথে গাজীপুরের কালিয়াকৈর গ্রামের হিকমত আলীর ছেলে আকবর আলীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা স্বামী স্ত্রী সাভারের ডগরমোড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। নিহত গৃহবধূর স্বামী দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। তিন বার সে মাদক মামলায় জেল হাজতে গিয়েছিলো। নিহত ওই গৃহবধূর আলফি নামের সাত বছরের এক মেয়ে সন্তান রয়েছে।
নিহতের চাচা সাইফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, টাকা না দিলে মেয়েকে মেরে ফেলবে হুমকি বিয়ের পর থেকেই দিয়ে আসছিল মাসুদ। কিন্তু মেয়েকে সত্যিই মেরে ফেলবে তা বিশ্বাস হচ্ছিল না। কিন্তু বিকালে দিকে মোবাইল ফোনে আকবার আলী তাদের জানায়, স্বর্ণালী মেরে ফেলেছি। তোরা যা পারিস কর।' তিনি আরও বলেন, 'যৌতুকের জন্য আমার মেয়েডারে পিটিয়ে হত্যা করল আলী আকবর। আমি তার ফাঁসি চাই।'
নিহতের বাবা সুরুজ আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১০ লাখ টাকা যৌতুক দেওয়ার জন্য স্বর্ণালী স্বামী তাদের কাছে ফোন দেয়। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে আকবার তার মেয়েকে ঘরে বন্দি করে পিটিয়ে হত্যা করেছে । বিকালে দিকে তাদের ফোনে জানিয়ে দেওয়া হয়, তাদের মেয়ে খুব অসুস্থ। কিন্তু বাড়ি এসে মেয়ের লাশ দেখতে পান।
আকবরের বাড়ির প্রতিবেশী শরীফুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিয়ের পর থেকেই আকবার তার স্ত্রীকে মারধর করত। এতে বাধা দিতে গেলে নির্যাতন আরও বেশি চালানো হতো। দুপুরের পর থেকে হঠাৎ শুরু হয় স্বর্ণালীর ওপর নির্যাতন। স্বর্ণালী কান্নায় আশপাশের লোকজন জড়ো হলেও কেউ কিছুই করতে পারেনি। তাকে ঘরে বন্দি করে নির্যাতন চালাচ্ছিল।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আবুল কাসেম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্ট ও তদন্তে জানা গেছে, গৃহবধূ স্বর্ণালীকে অব্যাহত মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিনুল কাদির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১০ মার্চ, ২০১৮/ ই জাহান