আতশবাজি বিস্ফোরণে রাজধানীর পল্টনে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। রবিবারি সকাল সাড়ে ১০টার দিকে পল্টন দৈনিকবাংলা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪ নম্বর গেট সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- ঝুমা (১৮), বিপ্লব (১০), ও নূর-আলম (১৮)।
এ ব্যাপারে, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হক জানান, আতশবাজির বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দগ্ধ বিপ্লব জানান, তারা দৈনিকবাংলা ভ্যান স্ট্যান্ডে ভাসমান অবস্থায় থাকেন। সকালে স্টেডিয়ামের চার নম্বর গেটের সামনে ময়লা কুড়াচ্ছিলেন তারা। এ সময় নুর-আলম বল আকৃতির একটি বস্তু কুড়িয়ে পায়। পরে সেটাতে আগুন ধরিয়ে দিলে বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হন।
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/ওয়াসিফ