চট্টগাম নগরের কাজীর দেউড়ি মোড় থেকে আবদুল করিম সাহিত্যবিশারদ সড়কের (লাভ লেইন মোড়) মুখ পর্যন্ত সড়ক বিভাজকে টাইলসের ওপর ‘লাইন ড্রয়িং’ পদ্ধতিতে স্থাপন করা হবে বরেণ্য ৩৬ চট্টল মনীষীর ম্যুরাল।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে চলতি মাসের শেষ দিকে থেকে ম্যুরাল নির্মাণের কাজ শুরু হবে। এর আগে নগরের জামাল খান সড়কে বরেণ্য ২০ জন মনীষির ছবি সম্বলিত বাণী স্থাপন করা হয়েছে।
বরেণ্য মনীষীর মধ্যে আছেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, ড. জামাল নজরুল ইসলাম, আবুল ফজল, কাজেম আলী মাস্টার, কবি মাহবুব উল আলম চৌধুরী, সাহিত্যিক মাহবুবুল আলম, এম এ আজিজ, জহুর আহম্মেদ চৌধুরী, আবদুল করিম সাহিত্যবিশারদ, রমেশ শীল, কবি আবদুল হাকিম, নূতন চন্দ্র সিংহ, বিনোদ বিহারী চৌধুরী, এবিএম মহিউদ্দিন চৌধুরী, শ্যামসুন্দর বৈষ্ণব, শেফালী ঘোষ, ড, আহমদ শরীফ, আহমদ ছফাসহ ৩৬ জন।
কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, ‘প্রাথমিকভাবে ৩৬ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামীতে আরো সংযোজন করা হবে। প্রতিটি ম্যুরালের পাশে তাদের সংক্ষিপ্ত জীবনী থাকবে। আমরা চাই, এর মাধ্যমে আগামী প্রজন্মের কাছে বরেণ্য এসব মনীষীদের সম্পর্কে জানুক।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন