সাভারের আশুলিয়ায় টোকিও প্যাকেজিং এন্ড এক্সেসরিজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার দিবাগত রাতে ইউনিয়নের কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই কারখানার ভিতরে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এবং মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে সাভার ও আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে আগুন ওই কারখানার পাশে একটি শ্রমিক কলোনীতে ছড়িয়ে পড়লে প্রায় ১৪ টি টিনসেড ঘর পুড়ে যায়।
খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো যানা যায়নি।
এ ঘটনার আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাস্তায় যানজট থাকায় আমাদের ঘটনাস্থলে পৌঁছতে একটু সময় লাগে। তারপরও আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপনের কাজ শুরু করি।
বিডিপ্রতিদিন/ ১১ মার্চ, ২০১৮/ ই জাহান