এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ রাজধানীর যাত্রাবাড়ী থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি আনিছুর রহমান জানান, রবিবার দিবাগত রাতে ঢাকা-মাওয়া মহাসড়কে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় ইয়াবার চালান নিয়ে আসা লবণ ভর্তি একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওমর ফারুকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- নাসির হাওলাদার (৩৫), বশির হাওলাদার (৩০), রুবেল হাওলাদার (২৫) এবং জসিম হাওলাদার (৩০)। সবার গ্রামের বাড়ি পটুয়াখালী।
এসআই ওমর ফারুক জানান, কাভার্ডভ্যানে লবণের চালানের ভেতর বিশেষ কৌটার ভেতর ইয়াবাগুলো রাখা হয়েছিল।
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান